নিউজ ডেস্ক:
এই হোটেলের দেওয়াল ছাদ কিছুই নেই! তবুও সত্ত্বেও মানুষ এই হোটেলে থাকতে খুব পছন্দ করেন! তাই এই হোটেলের ছবি এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে।
এই হোটেলটির নাম হলো জিরো স্টার হোটেল, যা সুইজারল্যান্ড আল্পস পর্বতে অবস্থিত। বস্তুত, এটা একটা ওপেন এয়ার হোটেল। যেখান উপস্থিত রয়েছে একটি কামরা। এই হোটেলে যারা থাকেন তাদেরকে খোলা পরিবেশেই ঘুমাতে হয়।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৪৬৩ ফুট উচ্চতায় অবস্থিত এই হোটেলে এক রাত থাকার ভাড়া হলো ১৪ হাজার টাকা। তবে এখানে থাকার জন্য আবহাওয়া ভালো থাকাও প্রয়োজন। আবহাওয়া ভালো না থাকলে হোটেলের বুকিং করা যায় না।
ওপেন ওয়ার হোটেল তৈরি করার বুদ্ধি আর্টিস্ট ফ্রাঙ্ক ও পেট্রিক রিকলিনের ছাড়া আতিথেয়তা পেশাগত ড্যানিয়েল চার্বোনায়ারের। এই ধরনের হোটেল তৈরি করার উদ্দেশ্য হলো পর্যটকদের সুইজারল্যান্ডের ল্যান্ডস্কেপের সৌন্দর্য প্রদর্শন করা। এই হোটেলে লাইট ও বিছানা ছাড়া কিছুই নেই। এখানে কোনও বাথরুমও নেই। এখানে যারা থাকেন তাদের ১০ মিনিট দূরে অবস্থিত পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়।
সূত্র: ইন্টারনেট।