শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

যে কারণে আপনারও হতে পারে ব্রেস্ট ক্যানসার !

নিউজ ডেস্ক:

বেশ কিছু লক্ষ্মণ রয়েছে যা দেখলে বোঝা যাবে আপনারও ব্রেস্ট ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারমধ্যে রয়েছে বয়স, পরিবারে আগে কারোর হয়েছে কি না, অতিরিক্ত বডি ওয়েট। এছাড়া ধূমপান, মদ্যপান, কায়িক পরিশ্রম না করা এসবই বাড়িয়ে দেয় ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি।

তবে নতুন গবেষণায় জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। ফিনল্যান্ডের হেলসিঙ্কি ইউনিভার্সিটির গবেষণা বলছে, চুল রং করলে বাড়তে পারে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি। কেউ যদি নিয়মিত কনট্রাসেপটিভ পিল খান, তার ব্রেস্ট ক্যানসার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

রিপোর্টে উল্লেখ, যেসব নারী হরমোনাল ট্রিটমেন্ট করান, নিয়মিত কনট্রাসেপটিভ পিল খান, তাদের মধ্যে ব্রেস্ট ক্যানসার হওয়ার প্রবণতা ৩২ শতাংশ বেড়ে যায়। যেসব নারী নিয়মিত চুল রং করান, তাদের ক্ষেত্রে ঝুঁকির হার ২৩ শতাংশ।

এমনকী, ম্যামোগ্রাফি স্ক্রিনিংয়ে যে লো-এনার্জির এক্স-রে দিয়ে ব্রেস্ট পরীক্ষা করে দেখা হয়, তার ফলেও ক্যানসার হতে পারে। ৫০ বছর হওয়ার আগেই ম্যামোগ্রাফি স্ক্রিনিং করালে এর প্রবণতা বাড়ে ৬০ শতাংশ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular