বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

যেভাবে বলিউডের তিন খানকে টেক্কা দিলেন অমিতাভ !

নিউজ ডেস্ক:

অমিতাভ বচ্চন। এই নামটাই যথেষ্ট বলিউড ইন্ডাস্ট্রিতে ঝড় তোলার জন্য। অমিতাভের এই জনপ্রিয়তাই ফের একবার ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। আমির খান, শাহরুখ খান, সালমান খান, বলিউডের এই তিন তারকাকে টেক্কা দিয়ে ট্যুইটারে তার ফলোয়ার্স এক লাফে পৌঁছে গেল ২২ মিলিয়ানে।

যেখানে আমির খান এর ফলোয়ার্স ১৮.৩ মিলিয়ান, শাহরুখ খানের ফলোয়ার্স ২০.৮ মিলিয়ান, সালমান খানের ১৯ মিলিয়ান, সেখানে বিগ-বি-র এই ফলোয়ার্সের সংখ্যা যে সত্যি ঈর্ষনীয়। এমনকি বলিউডের তাবড় তাবড় সুন্দরীদেরও পিছনে ফেলে দিয়েছেন তিনি। সেই তালিকায় রয়েছে দীপিকা পাড়ুকোন ১৫.৬ এবং প্রিয়াঙ্কা চোপড়া রয়েছে ১৪.৮ মিলিয়ানে।

সুতরাং বোঝাই যাছে বয়স ৭৪ হলেও তার ক্যারিশমা আজও সেই একই রয়ে গিয়েছে। সকলকে টপকে এখনও নিজের জায়গা ধরে রেখেছেন বলিউড শাহেনশাহ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular