নিউজ ডেস্ক:
নতুন জুতা পরে একটু হাঁটলেই গোড়ালি নয়তো পায়ের দু’পাশে ফোসকা পরবেই। আর ফোসকার যন্ত্রণায় একেবারে কাহিল অবস্থা। ওষুধপত্র দিয়ে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু ব্যথা কমতে লাগে ঢের দেরি। এরকম অবস্থা আমরা অল্প বিস্তর সবাই ভুগে থাকি। কিছু নিয়ম মেনে চললে জুতোতে আর পরবে না ফোসকা। যেমন:
১) জুতা কেনার পরই নতুন জুতা হাতে নিয়ে, দুই জুতোর সোলকে একদিকে করে, অন্তত ১০ বার জুতোয় জুতোয় আঘাত করুন ৷ দেখবেন, জুতোটা কিছুটা হলেও হালকা হয়েছে।
২) দরকার পড়লে জুতায় কিছুটা সরিষের তেল মাখিয়ে দিন।
৩) জুতা পরার সময় পায়ের মধ্যে কিছুটা ময়েশ্চারাইজার মেখে নিন।
৪) রাস্তায় পরার আগে বাড়ির মধ্যেই জুতা পরে নিন।