বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যেখানে মদের আসরে স্বামীকে খুন করলেন যে স্ত্রী !

নিউজ ডেস্ক:

পরকীয়ার টানে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার হাওরাতে।
শনিবার রাতে বাড়ি সাথের গ্যারেজে বন্ধুদের নিয়ে মদের আসর বসিয়েছিলেন রতন। সেখানেই তার স্ত্রী শর্মিষ্ঠার (৩৫) সামনে প্রেমিক রাজীব বেলচা দিয়ে রতনের মাথায় আঘাত করে তাকে হত্যা করেন।

পুলিশ এ অভিযোগে প্রেমিক রাজীব (২৮) এবং প্রেমিকা শর্মিষ্ঠাকে (৩৫) গ্রেফতার করেছে। পুলিশ আরও জানায়, রতনের মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। রতনের মা মালতী নাথের অভিযোগে পুলিশ শর্মিষ্ঠা ও তার প্রেমিক রাজীবকে আটক করেছে।

জানা গেছে, রতন নাথের গ্যারেজের ব্যবসা ছাড়াও কুকুরের ব্যবসা ছিল। আর সেখানেই কুকুরের দেখাশোনা ও প্রশিক্ষণের কাজ করত রাজীব। কুকুরকে দেখাশোনার জন্য প্রায় রাতেই থেকে যেত রাজীব। এরপর রাজীবের সঙ্গে রতনের স্ত্রী শর্মিষ্ঠার ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি রতন জানতে পারার পর থেকেই শুরু হয় অশান্তি।

এ ঘটনা থানা পর্যন্ত গড়ায় কিন্তু পুলিশ তা ঘরোয়া ভাবে মিটমাট করে নিতে জানায়। কিন্তু  গত শনিবার রাত ১০টার দিকে মদের আসর থেকে সবাই চলে গেলে গ্যারাজেই অবৈধ সম্পর্ক নিয়ে রাজীবের সঙ্গে রতনের বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যয়ে প্রেমিক রাজীব বেলচা জাতীয় শক্ত কিছুু দিয়ে রতনের মাথায় মারে বলে পুলিশের সন্দেহ। হাসপাতালে নেওয়ার পথে রতনের মৃত্যু হয়। জানা গেছে, রতন ও শর্মিষ্ঠার নবম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে আছে।

সূত্র: আনন্দবাজার

Similar Articles

Advertismentspot_img

Most Popular