বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

যেখানে প্রেমিকের সাথে বের হলেই দিতে হয় সতীত্বের পরীক্ষা !

নিউজ ডেস্ক:

আফগানিস্তানে মহিলাদের সতীত্ব পরীক্ষা করার পদ্ধতি বাতিল করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন। মানবাধিকার কর্মীরা বলেছেন, মহিলাদের সতীত্ব পরীক্ষার মাধ্যম তাদের চরম অবমাননা এবং হয়রানির মুখোমুখি হতে হয়।

আফগানিস্তানে কোন মহিলা যদি তার প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ে তাহলে তাকে আটক করে সতীত্ব পরীক্ষা করা হয়। এর মাধ্যমে যাচাই করা হয়, সে মহিলা তার প্রেমিকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছিল কী না।

এই ধরনের পরীক্ষা একজন মহিলার জন্য চরম অবমাননাকর এবং সেটি যৌন হয়রানীর শামিল বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের পরীক্ষার মাধ্যমে যদি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক প্রমাণিত হয়, তাহলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু দেশের মানবাধিকার কমিশন বলছে, এই ধরনের পরীক্ষার কোন ভিত্তি নেই। কারণ যেভাবে এই পরীক্ষা করা হয়, সেটি সম্পূর্ণ বৈজ্ঞানিক নয় এবং চিকিৎসা বিজ্ঞানে এর কোন ভিত্তি নেই।

Similar Articles

Advertismentspot_img

Most Popular