বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

যেখানে গর্ভবতী নারীর পেটের উপর ২০ হাজার মৌমাছি !(ভিডিও)

নিউজ ডেস্ক:

মা হচ্ছেন তিনি।  আর তাই মেটারনিটি ফটোশ্যুটে এক অদ্ভূত কির্তি করলেন এক নারী।

২০ হাজার মৌমাছির সঙ্গে ফটোশ্যুট করলেন ওহিও-র বাসিন্দা।  আর ওহিও’র ওই নারীর ফটোশ্যুট প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

ওই মহিলা জানিয়েছেন, তার পরিবার মৌমাছির ব্যবসার সঙ্গে যুক্ত।  মৌমাছিসহ বিভিন্ন ধরনের পতঙ্গের উপর ভালোবাসা থেকেই ওই ধরনের ফটোশ্যুট করেছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, সাদা রং-এর গাউনে পা ঢেকে তিনি ওই ফটোশ্যুট করেছেন।  ছবি দেখলে বুঝতে পারবেন, বেবি বাম্প নিয়েই কীভাবে ওই নারী শ্যুট করেছেন।

এ বিষয়ে তিনি আরও জানান, ছবি দেখার পর অনেকেই নাকি তাকে বুদ্ধিহীন তকমা দিয়েছেন।  কিন্তু মৌমাছির সঙ্গে ফটোশ্যুট করতে তার কোনও অসুবিধা হয়নি বলেও মন্তব্য করেন ওই নারী।

Similar Articles

Advertismentspot_img

Most Popular