নিউজ ডেস্ক:
সামরিক ক্ষেত্রে ইরান যে অনেক এগিয়ে গেছে সে কথা বলাই বাহুল্য। আর তারই জের ধরে এবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারির হুঁশিয়ারি দিলেন, যেকোনো শত্রুর অবস্থানে সুনির্দিষ্টভাবে আঘাত হানার লক্ষ্যে সব ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে ইরান।
একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে সিরিয়ার দেইর আয জোরে আইএস ঘাঁটি লক্ষ্য করে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, তেহরানে অবস্থিত ইরানের সংসদ ভবনে হামলার জবাবে তার বাহিনীর ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত নিখুঁতভাবে সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম হয়।
এসময় তিনি আরও বলেন, আইএসের অবস্থানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে সবার জন্য এই বিরাট বার্তাই বহন করছে যে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের আকাশসীমা অতিক্রম করে সিরিয়ার আইএসের অবস্থানে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুন আইএসের জোড়া হামলায় ১৮ জন সাধারণ ব্যক্তি নিহত ও ৫২ জন আহত হওয়ার পর আইআরজিসি সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে আইএস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। প্রত্যেকটি মিসাইলই লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানে।