নিউজ ডেস্ক:
কোরিয় উপসাগরে যুদ্ধের ইঙ্গিত পেয়েই রাশিয়া জুড়ে সাজো সাজো রব৷ ক্রেমলিন থেকে বিশেষ নির্দেশ পেতেই মস্কোর আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে। মস্কোর আকাশে বিশেষ যুদ্ধবিমানের চক্কর কাটা শুরু হয়ে গিয়েছে। রুশ সংবাদ সংস্থা ‘তাস’ এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের সূত্র উদ্ধৃত করে ‘তাস’ আরও জানাচ্ছে, বিমান ধংসকারী ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রক্রিয়া সু্ষ্ঠু উপায়ে সম্পন্ন হয়েছে৷ যদিও এ ধরণের সামরিক তৎপরতা নিয়মিত একটি বিষয়৷ রুশ বিমান বাহিনীর হাজারের বেশি সেনা এই মহড়ায় অংশ নিয়েছেন৷ প্রতিকূল পরিস্থিতিতে তীব্র আক্রমণে যাওয়ার লক্ষ্যেই এই অনুশীলন৷ অত্যাধুনিক মোবাইল জ্যামার দিয়ে মস্কোর আকাশকে বেঁধে রাখার পরিকল্পনা করা হয়েছে৷
কোরিয় উপসাগরে যুদ্ধের দামামা বাজছে৷ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে কোনও মূল্যে যুদ্ধে জেতার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ যুদ্ধের জন্য প্রস্তুতি শেষ করেছে ওয়াশিংটন৷ এমনই খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের৷ এসবের মধ্যেই উত্তর কোরিয়ার হুমকি, হামলা হলে প্রবল পারমাণবিক প্রত্যাঘাত হবে৷ কোরিয় উপসাগরের বাড়তে থাকা উত্তাপের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে রাশিয়া ও চীনের যুদ্ধ জাহাজ৷ উত্তর কোরিয়ার পরিস্থিতি গভীরভাবে লক্ষ্য করা হচ্ছে বলে জানিয়েছ মস্কো৷ একই বক্তব্য বেইজিংয়েরও।