নিউজ ডেস্ক:
আমেরিকার সঙ্গে উত্তেজনাপূর্ণ অবস্থায় নিজের শক্ত অবস্থায় জানান দিয়ে নতুন করে মিসাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। আর দেশটির এমন পদক্ষেপ ঘিরে বেড়েছে আরও উত্তেজনা। পিয়ংইয়ংকে শিক্ষা দিতে যেকোন মুহূর্তে হামলা করতে পারে আমেরিকা। আর সেই আশঙ্কা থেকেই রাশিয়ার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে হাই-অ্যালার্টে রাখা হয়েছে।
রুশ সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা এবং নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ভিক্তর ওজেরোভ আজ শনিবার এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেন, বিশেষ পরিস্থিতিতে রুশ অঞ্চলের মধ্যে ঘটনাক্রমে কোনও ক্ষেপণাস্ত্র যেন ঢুকতে না পারে তা ঠেকাতে যা কিছু করার তা করা হবে।
এদিন উত্তর কোরিয়ার কেএন-১৭ মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। যদিও ছোঁড়ার পরই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার ভূখণ্ডের মধ্যেই ভেঙে পড়ে। যা কিনা উত্তর কোরিয়ার কাছে অবশ্যই বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোরের।