শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

যুক্তরাষ্ট্র ভ্রমণে ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের !

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শরণার্থীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই সঙ্গে সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে দেয়া একটি নির্বাহী আদেশে তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তার এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে যেকোনো দেশের শরণার্থী আগামী তিন মাস প্রবেশ করতে পারবে না। এই আদেশ জারির পর সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকরা ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিদের মুখে শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বেশ জোরালো ভাবেই শোনা যাচ্ছিল। এবার সেটি একেবারে কাগজে-কলমে স্বাক্ষর করে জানিয়ে দিলেন ট্রাম্প।

এ বিষয়ে ট্রাম্প বলেন, “আমি একটি নিষিদ্ধকরণ পদ্ধতি প্রতিষ্ঠা করব, যা যুক্তরাষ্ট্র থেকে মৌলবাদী ইসলামী সন্ত্রাসীদের বাইরে রাখবে। আমরা তাদের এখানে চাই না। আমরা শুধু তাদেরই আমাদের দেশে নিতে চাই, যারা আমাদের দেশের পক্ষে থাকবে এবং আমাদের জনগণকে গভীরভাবে ভালোবাসবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular