বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র অনুসরণকরণ মহড়া শুরু !

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র অনুসরণকরণে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান সোমবার যৌথ মহড়া শুরু করেছে। পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া তাদের সবচেয়ে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তারিখ ঘোষণার পর তারা এ মহড়া শুরু করলো। সিউলের সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
পিয়ংইয়ং নতুন করে একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালানোর দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে ত্রিপক্ষীয় এ সামরিক মহড়া শুরু করা হলো। আর এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়া তাদের পারমাণবিক রাষ্ট্রের মর্যদা অর্জিত হওয়ার ঘোষণা দেয়। পিয়ংইয়ংয়ের এভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় আন্তর্জাতিক অঙ্গনে এক ধরণের উত্তেজনা ও শঙ্কা ছড়িয়ে পড়েছে।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কোরীয় উপদ্বীপ ও জাপানের কাছের জলসীমায় দু’দিনের এ সামরিক মহড়া শুরু হয়েছে। গত বছরের জুনের পর থেকে এটি তাদের ষষ্ঠ যৌথ সামরিক মহড়া।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ মহড়া চলাকালে প্রত্যেক দেশের এজিস যুদ্ধজাহাজ একসাথে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা সম্ভাব্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করে তা ধ্বংস করার প্রচেষ্টা চালাবে এবং তথ্য আদান-প্রধান করবে।
এই সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের দু’টি এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের একটি করে যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular