বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

যাদের নিয়ে দল সাজালো রংপুর রাইডার্স

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট শুরুর আগেই চমকে দেয় রংপুর রাইডার্স। গতকাল রোববার (১৩ অক্টোবর) রাতে ফ্র্যাঞ্চাইজিটি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার অ্যালেক্স হেলসকে দলে নেওয়ার খবর দিয়ে হইচই ফেলে দেয়। একই রাতে সরাসরি চুক্তিতে মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নেওয়ার কথাও জানায়। 

আজ সোমবার (১৪ অক্টোবর) প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দের ক্রিকেটার তুলে নিয়ে স্কোয়াড আরও শক্তিশালী করেছে রংপুর রাইডার্স। গত আসর থেকে নুরুল হাসান সোহান এবং শেখ মেহেদী হাসানকে ধরে রাখার পর নতুন করে গতি তারকা নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকারদের দলে ভিড়িয়েছে দলটি।

প্লেয়ার্স ড্রাফটে প্রথম কলেই রংপুর স্কোয়াডে টানে স্পিডস্টার নাহিদ রানাকে। এরপর সাইফ, সৌম্য, রাকিবুল, রেজাউর, ইরফানদের দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশিদের মধ্যে আল্লাহ গাজানফার, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদদেরও ড্রাফট থেকে দলে টানে রংপুর।

রংপুর রাইডার্স 

দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।

বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular