মোঃ সিফাত রানা (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির সাধারণ সভা ও নির্বাচনী প্রস্তুতি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ খায়রুল বাসার, নজরুল অটোরাইস মিলের ব্যাবস্থাপনা পরিচালক খাদেমুল ইসলাম, রাধানগর ইউনিয়ন ওয়ার্ড সদস্য আকরাম খাঁন, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, সংরক্ষিত মহিলা সদস্য চাম্পা খাতুন।
আরও উপস্থিত ছিলেন যাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির সভাপতি রাহুল আমিন, উপদেষ্টামন্ডলী সাদিকাতুল বারী, আব্দুল্লাহ আল মামুন, আনারুল ইসলাম, আলমগীর হোসেন, মিনারুল ইসলাম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারীর রাফেল ড্র দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন।