যশোর-শার্শা সড়কের ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-৯

0
23

শার্শা  প্রতিনিধি // যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালীতে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন রাজু (৩২) নামে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত রাজু ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

বাসযাত্রী রহমত জানান যে, যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরা (জ-০৪-০০১৮) নিয়ন্ত্রণ হারিয়ে বেনেয়ালী বাজারে রাস্তার পাশে গাছে সাজোরে ধাক্কা দেয়। এসময় গাছের পাশে দাঁড়িয়ে থাকা শিমুলিয়া গ্রামের মহিউদ্দিন রাজু আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় গাড়িতে থাকা আহতদের কয়েকজনের পাওয়া গেছে, নাভারনের মফিজুল (৪৫),সাতক্ষীরা বাপ্পি (১৫)এলাকার মনোয়ারা খাতুন (৪৩), চুড়ামনকাটি এলাকার দিনা (২২), যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ার আমিরুজ্জামান, শংকরপুরের আল হোসেন (৪৫), সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাঠি গ্রামের মঞ্জুয়ারা বেগম (২৯), ফিরোজা (৬০), হামিদা (৬৫), মাগুরার আরিফুল (২৫), আরিফা (৬), যশোরের রূপদিয়ার হামিদুল হক (২২), মাগুরার শ্রীপুর উপজেলার হেলাল উদ্দিন (৫২), ঝিকরগাছার কীর্তিপুর গ্রামের শাহাদত হোসেন (৩৫), শার্শার বাগআঁচড়া এলাকার মিনা খাতুন (১০) বেনাপোল নারায়নপুর গ্রামের আলী হোসেন(২৫) জামতলার সজল (৩০)

যশোর-বেনাপোল মহাসড়কের করুন অবস্থার কারণে বাসটি গাছের সাথে ধাক্কা দেয় বলে এলাকাবাসী জানিয়েছেন ৷

উপস্থিত টহল পুলিশের একজন বলেন ময়নাতদন্তের জন্যে তার লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।বিস্তারিত থানা ও হাসপাতাল থেকে খোজঁ নিতে বলেন৷

আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তার বলেন, ‘আহতদের মধ্যে জবেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যরা বিপদমুক্ত ।