যশোরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত!

0
44

নিউজ ডেস্ক:

যশোরে সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য গোলাম মোস্তফা জামালপুর জেলার তুলশিপুর সদর উপজেলার রশিদপুর গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।

গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে আসা ইজিবাইক চালক হাফিজুর রহমান বলেন, সাড়ে ৭টার দিকে গোলাম মোস্তফা মোটরসাইকেলযোগে কর্মস্থল যশোর সেনানিবাসে ফিরছিলেন। পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা চেকপোস্টের সামনে একটি মাছের পিকআপ তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

এসময় তাকে দ্রুত ইজিবাইক চালক হাফিজুর রহমান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এম আব্দুর রশিদ গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আব্দুর রশিদ বলেন, নিহত সেনা সদস্যের বুকের পাঁজড়ের হাড় ও পা ভেঙেছে। ময়না তদন্তর জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।