আটক দুজন হলেন মনিরামপুর উপজেলার পাড়দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মুন্না হোসেন এবং একই উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে রহমাতুল্লাহ।
ডিবি পুলিশের (উপ পরিদর্শক) মফিজুল ইসলাম জানান, গত ২৩ জুলাই অনলাইন জুয়ায় আসক্ত ছেলে মুন্ন হোসেন নিজ বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তার মা হোসনেয়ারা বেগম থানায় একটি মামলা করেন। গতকাল ২৭ জুলাই বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মুন্না হোসেনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, মুন্নাকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যে মনিরামপুর চিনেটোলা বাজার থেকে অনলাইন জুয়ার সাব এজেন্ট রহমাতুল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২ ভরি ৪ অনা স্বর্ণালংকার। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।