শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

যশোরের বেনাপোলে সীমান্ত থেকে কোটি টাকার চন্দন কাঠ জব্দ

নিউজ ডেস্ক:যশোরের শার্শা সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকা মুল্যের ২৬ মণ চন্দন কাঠসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে চন্দন কাঠের এ চালানটি জব্দ করা হয়।যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ আসে জরুরি ওষুধ সরবরাহ লেখা একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় চন্দন কাঠ পাচার হচ্ছে।

পরে বিজিবি অভিযান চালিয়ে শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে কাভার্ড ভ্যানটি আটক করে। পরে কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৬ মণ চন্দন কাঠ পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।জব্দকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা করা হবে বলেও জানান তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular