বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

যমজ সন্তানের বাবা-মা হলেন জর্জ-ক্লুনি !

নিউজ ডেস্ক:

হলিউড অভিনেতা জর্জ ক্লুনির স্ত্রী মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি যমজ সন্তান জন্ম দিয়েছেন। মেয়ে শিশুটির নাম রাখা হয়েছে এলা এবং ছেলে শিশুটির নাম রাখা হয়েছে অ্যালেক্সান্ডার।

লন্ডনে স্থানীয় সময় মঙ্গলবার সকালে তাদের জন্ম হয়েছে বলে জানিয়েছেন জর্জ ক্লুনির জনসংযোগ কর্মকর্তা।
স্ট্যান রোজেনফিল্ড জানিয়েছে, বাচ্চারা এবং তাদের মা সুস্থ ও ভালো আছেন।

তবে জর্জকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এবং কয়েক দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে রসিকতা করেন রোজেনফিল্ড।

৫৬ বছর বয়সী ক্লুনি এবং ৩৯ বছর বয়সী আমাল ২০১৪ সালের সেপ্টেম্বরে ভেনিসে বিয়ে করেন। অভিনেত্রী নিকোল কিডম্যান, মিয়া ফারো এবং টিভি উপস্থাপক অ্যালেন ডি’জেনেরাস শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাবা-মা কে।

সেলিব্রেটি বাবা-মা হওয়া সত্ত্বেও সন্তানদের সাধারণ নাম রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করা হচ্ছে এই দম্পতির। ফেব্রুয়ারিতে আরেক হলিউড অভিনেতা ম্যাট ডেমন নিশ্চিত করেছিলেন, এই দম্পতি সন্তানের মা-বাবা হতে চলেছেন।

সূত্র: বিবিসি

Similar Articles

Advertismentspot_img

Most Popular