যদি বিয়ে করতে চান…

0
34

নিউজ ডেস্ক:

বিবাহানুষ্ঠানের পরিকল্পনা সে এক এলাহি কাণ্ড। কীভাবে এই গোটা প্রক্রিয়াটাকে মসৃণভাবে পরিচালিত করা যায় সে বিষয়ে রইল ৮টি কার্যকর টিপস…

১. দ্রুত পরিকল্পনা করা শুরু করুন।
কারণ গোটা ব্যাপারটাই যথেষ্ট সময়সাপেক্ষ।

২. নিজের সীমাবদ্ধতার কথা মাথায় রাখুন। এমন কিছু করার কথা ভাববেন না যা আপনার সাধ্যের অতীত।

৩. কী রকম খরচ হতে পারে সেই বিষয়ে ভেবে রাখা অত্যন্ত জরুরি।

৪. বিয়ের দিনক্ষণ স্থির করুন সব দিক মাথায় রেখে। কোন সময়ে বিয়ে করা সবচেয়ে সুবিধাজনক তা মাথা ঠান্ডা রেখে স্থির করুন।

৫. বিয়ের পরিকল্পনার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান। হ্যাশট্যাগ ওয়েডিং দিয়ে ফেসবুকে সার্চ করুন বিয়ে সম্পর্কে অভিনব আইডিয়া পাওয়ার জন্য।

৬. বিয়ের প্রস্তুতির প্রতিটা পদক্ষেপের ছবি/ভিডিও তুলে রাখুন। এটা শুধু স্মৃতি হিসেবে সঞ্চয় হয়ে থাকবে তা নয়, প্রস্তুতিতে কোথাও ভুল থেকে গেলে তাকে চিহ্নিত করাও সহজ হবে।

৭. কারোর কাছ থেকে কোনো সাহায্য চাইতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করবেন না।

৮. অতিথি-তালিকাকে অকারণে দীর্ঘ করবেন না। মনে রাখবেন, অতিথি তালিকা যত ছোট হবে আপনার বিবাহানুষ্ঠান তত সুন্দরভাবে পরিচালিত হবে।