ম্যানসিটিতে আরও ১০ বছর হলান্ড

0
6

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে খুবই বাজে সময় কেটেছে ম্যানচেস্টার সিটির। বর্তমান চ্যাম্পিয়নদের হাতছাড়া হতে যাচ্ছে লিগ শিরোপা।এমন দুর্দিনেও ক্লাবটির নিজ ওয়েবসাইটে ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওর শেষে গিয়ে আর্লিং হলান্ড যা বলেন তা সিটির সমর্থকদের জন্য আনন্দের, কিন্তু প্রতিপক্ষ দলগুলোর ডিফেন্ডারদের জন্য যন্ত্রণার।

নতুন চুক্তিপত্রে সই করেই হলান্ড বলেন, ‘প্রিয় ডিফেন্ডাররা, আমি দুঃখিত। আমি এখানে থাকতেই এসেছি।’ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে তিনি ২০৩৪ সালের জুন পর্যন্ত থাকছেন।

২০২২ সালে ডর্টমুন্ড থেকে সিটিতে আসেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এরপর ক্লাবটির জার্সিতে ১২৬ ম্যাচ খেলে ১১১ গোল করেছেন তিনি। আগের চুক্তি অনুযায়ী, ২০২৭ পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল তার। তবে এখন চুক্তির মেয়াদ বৃদ্ধি পেল আরও ৭ বছর। অর্থাৎ অন্য কোনো কারণে চুক্তি বাতিল না হলে ৩৪ বছর বয়সেও সিটির জার্সিতেই খেলতে দেখা যাবে তাকে।

চুক্তি স্বাক্ষরের প্রতিক্রিয়ায় হলান্ড বলেন, ‘নতুন চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত এবং এই বিখ্যাত ক্লাবে আরও বেশি সময় দিতে আমি মুখিয়ে আছি। ম্যানচেস্টার সিটি একটি বিশেষ ক্লাব, যেখানে অনেক অসাধারণ সব মানুষ, সমর্থক আছে এবং এমন পরিবেশ প্রত্যেকের সেরাটা বের করতে আনতে সহায়ক। ‘

সিটিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রধান কোচ পেপ গার্দিওলা, কোচিং স্টাফ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হলান্ড, ‘আমি (প্রধান কোচ) পেপ এবং তার কোচিং স্টাফ, সতীর্থ এবং ক্লাবের যারা আছেন, সবাই আমাকে গত কয়েক বছরে অনেক সহযোগিতা করেছেন। ‘

হলান্ডের চুক্তি নবায়নের দুই মাস আগে গার্দিওলাও দুই বছরের জন্য নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।

চুক্তিতে হলান্ড সবমিলিয়ে সাড়ে ৯ বছর সিটিতে থাকবেন। প্রিমিয়ার লিগে এটি একটি নতুন রেকর্ড। এর আগে গত আগস্টে চেলসির সঙ্গে ৯ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন কোল পালমার।

জার্মানির ক্লাব ছেড়ে প্রিমিয়ার লিগে যাওয়ার পর সিটির জার্সিতে ২টি প্রিমিয়ার লিগ শিরোপা, একবার করে চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ এবং একবার সুপার কাপ জেতার স্বাদ পেয়েছেন হলান্ড।

এ মৌসুমে সিটির অবস্থা খারাপ হলেও হলান্ড নিজে ঠিকই ফর্মে আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচ খেলেই করে ফেলেছেন ২১ গোল। কিন্তু সিটি এখন পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে রয়েছে। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১২।