নিউজ ডেস্ক:
প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হেরেছে লেস্টার সিটি। রবিবার রাতে নিজেদের মাঠে ইউনাইটেডের কাছে ৩-০ ব্যবধানে হারে ক্লাওদিও রানিয়েরির দল।
৪২তম মিনিটে বল নিয়ে দ্রুত ডান দিক দিয়ে আক্রমণে ঢোকা হেনরিখ মাখিতারিয়ান কোনাকুনি শটে গোল করলে এগিয়ে যায় ইউনাইটেড। দুই মিনিট পর আন্তোনিও ভালেন্সিয়ার বাড়ানো বলে জ্লাতান ইব্রাহিমোভিচের প্লেসিং শট জালে জড়ায়। হুয়ান মাতার ৪৯তম মিনিটের গোলে চলতি লিগে নিজেদের দ্বাদশ জয় অনেকটাই নিশ্চিত করে নেয় জোসে মরিনিয়োর দল।
ম্যানচেস্টার ইউনাইটেড ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। আর ২১ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন লেস্টার সিটি।