রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প (বিহারি ক্যাম্প) এলাকায় সোমবার রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি লুট হয়। সেই অস্ত্রগুলো ব্যবহার করে বিহারি ক্যাম্পে কয়েকটি গ্রুপ মাদক ব্যবসা এবং চাঁদাবাজির নিয়ন্ত্রণ চালাচ্ছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, মাদকসংক্রান্ত দ্বন্দ্বের কারণে ক্যাম্পে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে, যা তাদের নিরাপত্তার জন্য উদ্বেগের সৃষ্টি করেছে।