এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, মোবাইল ও ইন্টারনেটের অপব্যহার এবং মাদকাসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। বিশ্বব্যাপী জ্ঞান-বিজ্ঞানের প্রভুত উন্নতি হয়েছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগের সাথে তাল মেলাতে আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হবে। বিজ্ঞান দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নের চালিকা শক্তি। কেবল মেধাবী এবং জিপিএ-৫ পেলে চলবে না। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে ২০ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে ১০ম দিনাজপুর গণিত, ৭ম পদার্থবিজ্ঞান ও দ্বিতীয় সায়েন্স জিনিয়াস উৎসবের উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক। সভাপতিত্ব করেন দিনাজপুর সায়েন্স একাডেমীর সভাপতি অধ্যাপক ডঃ বিকাশ চন্দ্র সরকার। এ উৎসবে জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শতাধিক ক্ষুদে বিজ্ঞানী প্রতিযোগীতায় অংশগ্রহন করে। প্রতিযোগীতা শেষে বিজ্ঞান বিষয়ক একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।