বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মোনাকোকে হারিয়ে ফাইনালে জুভেন্টাস !

নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে মোনাকোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেছে ইতালীয় ফুটবল ক্লাব জুভেন্টাস। আর এ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারকা ফুটবলার দানি আলভেজ। নিজে গোল করেছেন সঙ্গে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেনও তিনি।

এর আগে প্রথম লেগে মোনাকোর মাঠে ২-০ গোলে জিতেছিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। দুই লেগ মিলিয়ে তার শিষ্যরা জিতেছে ৪-১ গোলে।

জুভেন্টাসের স্টেডিয়ামে মঙ্গলবার শুরুতে স্বাগতিকদের চেপে ধরে মোনাকো। অতিথিদের আক্রমণের ঝাপটার মধ্যেই চোটের জন্য দশম মিনিটে সামি খেদিরাকে হারায় তুরিনের ফুটবল ক্লাব।

একের পর এক আক্রমণ করা মোনাকো ভাঙতে পারেনি ইতালিয়ান চ্যাম্পিয়নদের জমাট রক্ষণ। ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেওয়া ইউভেন্তুসই ম্যাচে প্রথম সত্যিকারের সুযোগ পায়। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠান গনসালো হিগুয়াইন কিন্তু শটে তেমন জোর না থাকায় ফিরিয়ে দেন ডিফেন্ডার কামিল গ্লিক।

তিন মিনিট পর হিগুয়াইনের স্লাইডিং পাস থেকে সুযোগ আসে মারিও মানজুকিচের সামনে। গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি, বেঁচে যায় অতিথিরা।
২৮তম মিনিটে পাওলো দিবালার পাস থেকে সুযোগ আসে মিরালেম পিয়ানিচের সামনে। তার জোরালো শট ঠেকিয়ে সেবার মোনাকোর ত্রাতা আন্দ্রেয়া রেগি।

৩৩তম মিনিটে ইউভন্তুসকে এগিয়ে নেন মানজুকিচ। আলভেসের ক্রস থেকে তার হেড কোনোমতে ঠেকান মোনাকোর গোলরক্ষক। ফিরতে বলে বুলেট গতির শট আর ফেরাতে পারেননি তিনি।

৪৫তম মিনিটে নিজেই জাল খুঁজে নেন আলভেস। গোলরক্ষকের ফিস্ট থেকে বল পেয়ে জোরালো ভলিতে গোলের উল্লাসে পুরো স্টেডিয়ামকে মাতান এই ব্রাজিলিয়ান তারকা।

বুধবার আরেক সেমি-ফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল আতলেতিকো ও রিয়াল। প্রথম লেগে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটিট্রিকে ৩-০ ব্যবধানে জেতা রিয়ালের ফাইনালের পথে অনেকটা এগিয়ে রয়েছে।

সূত্র: বিবিসি স্পোর্টস

Similar Articles

Advertismentspot_img

Most Popular