বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

নিউজ ডেস্ক:ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার দখলপুর স্টোন ইটভাটার কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের কনস্টেবল ইসমাইল হোসেন (২৩) নিহত হয়েছেন। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ইসমাইল হরিণাকু-ু উপজেলার ভেড়াখালী গ্রামের মজিবর রহমানের ছেলে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। মূমুর্ষ অবস্থায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যুবরণ করেন। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরির্দশক (এসআই) জাকির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ দিনের ছুটিতে ইসমাইল বাড়ি যান। তিনি নববিবাহিত। শুক্রবার বিকেলে ঝিনাইদহের সাধুহাটী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দখলপুরের নাওমারা মাঠে স্টোন ইটভাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। ঝিনাইদহের হরিণাকু-ু থানার এসআই আব্দুল জলিল জানান, পাঁচ বছর আগে ইসমাইল পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর মৃত্যুতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে ও নিজ গ্রাম ভেড়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular