মোটরসাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরা হ‌লো না হাসাবু‌লের

0
27

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মোটরসাই‌কেল হাট থে‌কে শ‌খের মোটরসাইকেল কিনে বা‌ড়ি ফেরার প‌থে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হাসাবুল (২৮)।

শুক্রবার বি‌কে‌লে জেলার দামুড়হুদা উপ‌জেলার উজিরপুর নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। উপ‌জেলার নাটুহদ ইউনিয়নের খ‌লিশাগা‌ড়ি গ্রামের ইয়াকুব আলীর ছে‌লে হাসাবুল। পেশায় তিনি ক‌রিমন চালক।

প্রত্যক্ষদ‌র্শী উজিরপুর গ্রা‌মের ইকরামুল হো‌সেন জানান, মোটরসাইকেলযো‌গে চ‌ুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদার দি‌কে যাওয়ার সময় শুক্রবার বি‌কেল ৬ টার দি‌কে হাসাবুল উজিরপুর মাদরাসার স‌ন্নিক‌টে এক‌টি অটোরিকশা ওভার‌টেক কর‌তে যায়। এসময় মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের উপর প‌ড়ে গুরুতর আহত হয় হাসাবুল। পরে পথচারীরা তা‌কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

‌নিহতর পিতা দিন মজুর ইয়াকুব আলী কান্না কর‌তে কর‌তে জানান, ছে‌লে হাসাবু‌লের অনেক বছ‌রের শখ ছিল পালসার মোটরসাই‌কেল কেনার। আমরা খে‌টে খাওয়া মানুষ। আমা‌দের‌ তো আর নতুন মোটরসাই‌কেল কেনার সামর্থ নেই। তাই ছে‌লে তার দুই বন্ধুকে নি‌য়ে আলমডাঙ্গা মোটরসাই‌কেল হা‌টে মোটরসাইকেল কিন‌তে যায়। পছন্দ মতো পালসার মোটরসাইকেল কি‌নে বা‌ড়ি ফেরার সময় শ‌খের মোটরসাই‌কেল আমার ছেলের জীবন কে‌ড়ে নিল।

দামুড়হুদা ম‌ডেল থানার সে‌কেন্ড অফিসার এসআই আসাদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, হাসাবুলের মর‌দেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ম‌র্গে রাখা আছে। প‌রিবা‌রের আবেদনের প্রে‌ক্ষি‌তে এ ব্যাপা‌রে থানায় এক‌টি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চল‌ছে।