মোটরসাইকেলের ধাক্কায় চুয়াডাঙ্গায় শিশু নিহত !

0
39

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদার পুরাতন বাস্তপুর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ওয়াছেদ হোসেন (৬ বছর) নামের এক শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াছেদ হোসেন পুরাতন বাস্তপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, দামুড়হুদার রঘুনাথপুর গ্রামের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল ওয়াছেদ হোসেনকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ওয়াছেদ ও এক মেয়ে শিশু রাস্তার পাশে খেলা করছিল। মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় ওয়াছেদ। এসময় মেয়ে শিশুটি (৫) আহত হয়। তার নাম জানা যায়নি।

ওসি আরো জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে লাশ ময়না তদন্ত করা হবে।