বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেয়েদের বশে আনার টিপস দিলেন পুনম পাণ্ডে !

নিউজ ডেস্ক:

মেয়েদের বশ করা যে সিহিজ কথা নয় তা পুরুষমাত্রই ভাল করে জানেন। কিন্তু মজা হল, এর তো কোনও ধরাবাঁধা নিয়মও নেই। এ যেন এক জটিল ধাঁধা। আর তাই মেয়েরাই যদি সে বিষয়ে টিপস দেন, তবে তার থেকে ভাল আর কিছু হয় না। সম্প্রতি সে কাজই করলেন পুনম পাণ্ডে।

নানাসময় বিভিন্ন সমালোচিত কাজের জন্য নেট দুনিয়ায় সকলের নজর কাড়েন পুনম। তবে এবার সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ে সরব হয়েছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মেয়েদের সিডিউস করার স্পেশাল টিপস।

তার মতে নারীদের সিডিউস করতে পুরুষরা অনেকসময় শরীরী স্পর্শের দিকে ঝোকেন। কিন্তু তার মতে, এর কোনও প্রয়োজন নেই। বরং এরকম হলেই যে পরিস্থিতি বিগড়ে যায় বলে মনে করেন তিনি।

তাহলে কী করতে হবে এমন প্রশ্নের জবাবে পুনম জানান, সবথেকে বড় কথা সেই নারীটিকে পুরুষটি যেন সম্মান করতে শেখেন। এই সময়ে যার বড় অভাব বলেও দাবি পুনমের। অর্থাৎ সম্পর্কের মূলে স্পর্শ নয়, রেসপেক্ট বা পারস্পরিক সম্মানটাই যে বড় কথা এমনটাই বলছেন পুনম।

Similar Articles

Advertismentspot_img

Most Popular