রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মেহেরপুর-২ আসনের এমপির বাড়ির পাশ থেকে ককটেল উদ্ধার

নিউজ ডেস্ক:মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের বাড়ি থেকে ১০০ ফুট দূরে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুটি ককটেল উদ্ধার করার পর বালুভর্তি বালতিতে করে থানায় নেওয়া হয়। এমপি সাহিদুজ্জামান খোকন মনে করেন, কেউ হয়তো তাঁর বাড়ির পাশে এ ককটেল রেখে গেছে। বাড়ির নিকটে ককটেল রেখে যাওয়াকে রাজনৈতিক হুমকি হিসেবে মনে করছেন এমপি সাহিদুজ্জামান।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী পৌর শহরের থানা সড়কে এমপি সাহিদুজামান খোকন ভাড়া বাসাতে বসবাস করেন। এমপি বাসা থেকে আনুমানিক ১০০ ফুট দূরে ইটের গাদার নিকট লাল টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে বালুভর্তি পানিতে দিয়ে নিষ্ক্রিয় করে। এ বিষয়ে এমপি সাহিদুজামান খোকন বলেন, ‘রাজনীতিতে হুমকি ছিল, থাকবে, এটা স্বাভাবিক। তবে বোমা রাখার বিষয়টি ছোটখাটো কোনো ব্যাপার নয়। এ বিষয়ে আমরা চিন্তিত। কারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ‘ঘটনার সঙ্গে যারা প্রকৃত পক্ষে জড়িত, তাদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular