মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সরকারি কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের সাথে ফরম পূরনের জন্য অতিরিক্ত ভর্তিফিস আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে কলেজ শাখা ছাত্রলীগ। গতকাল সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেলের নেতৃত্বে সরকারি কলেজ চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজ মোড় প্রদক্ষিন শেষে কলেজ গেটের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সেতু, কলেজ শাখার সাধারন সম্পাদক মাসুদ রানাসহ কলেজের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিক্ষোভ সমাবেশে কলেজের সকল সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা কলেজের অধ্যক্ষ শফিউল আলম সর্দারের উদ্দেশ্যে বলেন, গরীব মেধাবী শিক্ষার্থীদের অতিরিক্ত ফিস আদায় যদি বন্ধ না করা হয় তাহলে আমাদের বিক্ষোভ কর্মসুচি অব্যাহত থাকবে। পরে বিক্ষোভের মুখে অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ছাত্রলীগের নেতারা তাদের বিক্ষোভ কর্মসুচি স্থগিত করেন। এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরতি খোদা রুবেল বলেন, কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে আমাদের কর্মসুচি স্থগিত করেছি কিন্তু তবে আশ্বাসের বাস্তবায়ন না হলে পরবর্তিতে আরো কঠোর কর্মসুচি দিতে বাধ্য হব।