আর নয় কর্ম বিরতি, এবার হবে কাজের গতি, হয়ে গেছে সংস্কার, পুলিশ হবে জনতার। এই স্লোগান সামনে রেখে মেহেরপুর সদর থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ আমানুল্লাহ আল বারি।
ওসি মোহাম্মদ আমানুল্লাহ ২০০৭ ব্যাচের আউটসাইড ক্যাডেট, বরিশাল মেট্রোপলিটন থেকে পোস্টিং হয়ে মেহেরপুর সদর থানায় যোগদান করেছেন। মেহেরপুর সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে বলেন, পুলিশ মনোবল হারিয়ে ফেলেছিল। আমার উদ্দেশ্য হল মেহেরপুর সদর থানার পুলিশকে নতুন ভাবে সাজানো। পুলিশের কাজ করার পরিবেশ ফিরিয়ে আনা, জন্য সবাই মিলে একসাথে কাজ করব।
পুলিশ জনগণের বন্ধু জনগণের জান মাল নিরাপত্তা দেওয়ার জন্য যা যা প্রয়োজন পুলিশ সব ব্যবস্থা গ্রহণ করা হবে। মেহেরপুর পার্শ্ববর্তী ভারত সীমান্ত এলাকা তাই প্রচুর মাদক চোরাচালান হয় । মাদকের ব্যাপারে একেবারে জিরো টলারস ওসি মোহাম্মদ আমানুল্লাহ আল বারি। মাদকের জন্য কোন ছাড় নেই , অপরাধী যেই হোক আইনের হাত কেউ রেহাই পাবে না।