মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ ও মতবিনিময় করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। গতকাল রবিবার বিকেলে নেতাকর্মী নিয়ে রাজনগর, যুগিন্দা, বারাদিসহ এলাকার বিভিন্ন সকল শ্রেণীর মানুষের সাথে গনসংযোগ ও মতবিনিময় করেন।
এসময় সেখানে জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আকবর জালাল, ইউপি সদস্য আরমান আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ.কে আজাদ সাগর, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, বারাদি ইউনিট আওয়ামীলীগের সভাপতি শামীম ফেরদৈস ও সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, ৪ নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক খাকছার আলী, সদস্য রবিউল ইসলাম, কালু মিয়া, আজিজুল ইসলাম, ওমর আলী, লাল্টু মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতবনিময় সভা ও গনসংযোগে অংশ নেয় নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে যাকে মনোনীত করবে সেখানে আমাদেরকে কাজ করতে হবে। আরো বলেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর সাথে থাকতে হবে।