বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুর মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় মহাজনপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন যুবক মারাত্মক আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের আজিজুল হকের ছেলে তানভীর আহমেদ, কোমরপুর গ্রামের ইমাদুলের ছেলে মারুফ, বাবুপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে প্রান্ত এবং মেহেরপুর শহরের নতুনপাড়ার আলী হোসেনের ছেলে রাকিব। জানা গেছে, মারুফ হোসেন মেহেরপুরে মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে আসছিলেন এবং তানভীর ও প্রান্ত একটি মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে মহাজনপুর দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার কোলার মোড় নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এদিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে রাকিবসহ দুটি মোটরসাইকেল পাল্লা দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক ডিভাইডার পোলের সঙ্গে ধাক্কা দেয়। এতে রাকিব গুরুতর আহত হন। সবাইকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত রাকিবের পায়ে ৬টি সেলাই দেওয়া হয়েছে, বাকি ৩ যুবককে উন্নত চিকিৎসার জন্য রের্ফাড করা হয়েছে। পৃথক পৃথক দুটি দৃর্ঘটনায় ৩ মোটরসাইকেলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular