বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুর বুড়িপোতায় বাল্য বিবাহ প্রতিরোধে ওরিয়েন্টশন সভা

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা ও শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান শাহজামানের সভাপতিত্বে ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার খলিলুর রহমান প্রমূখ।
বক্তব্য রাখেন  ইউপি সদস্য শরিফ উদ্দিন,সচিব সানোয়ার হোসেন, সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা হাবিবুর রহমান, ফরিদা পারভিন, সৈয়দ নাসিদুল হক, আফরোজা খাতুন, আখতার বানু। এসময় সেখানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সানোয়ার হোসেন, ওয়াসিম হোসেনসহ স্থানীয়রা ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular