মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। কমিটিতে আল আমিন হোসেন (বিটিভি) সভাপতি ও রফিক-উল আলম (জিটিভি/অবজারভার/দৈনিক সংবাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার রাত ৮ টায় মেহেরপুর প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নূরুল আহমেদ ওই ফলাফল ঘোষনা করেন।
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি আবু লায়েচ লাবলু (ইত্তেফাক/বাংলাভিশন), যুগ্ম সম্পাদক মহাসিন আলী (মাথাভাঙ্গা/আলোকিত বাংলাদেশ), অর্থ সম্পাদক জি.এফ মামুন লাকি (লোকসমাজ), সাংগাঠনিক সম্পাদক আনিসুজ্জামান মেন্টু (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক আবু আক্তার করণ (ডিবিসি নিউজ) এবং নির্বাহী সদস্য ফারুক মল্লিক (ইনকিলাব), আবু নাসের চৌধুরী (চ্যানেল নাইন), দিলরুবা খাতুন (বাসস) ও মুজাহিদ মুন্না (মানবকন্ঠ/বাংলা টিভি)।
মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের অহ্বায়ক মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার সহকারি অধ্যাপক (অবঃ) সাইদুর রহমান, প্রভাষক আফতাব উদ্দীন, উপদেষ্টা তুহিন আরণ্য, কামারুজ্জামান খান, নব নির্বাচিত সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক রফিক-উল আলম প্রমুখ।
উল্লেখ্য, মেহেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র ক্রয়ের শেষ সময় গেল শুক্রবার সন্ধ্যে ৬ টা পর্যন্ত মোট ১১ টি পদের বিপরীতে একজন করে ১১ জন মনোনয়ন পত্র কেনেন ও জমা দেন। যাচাই-বাছাই শেষে সবার মনোনয়ন পত্র বৈধ হওয়ায় নির্বাচন কমিশন ওই ফলাফল ঘোষনা করেন।