মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর প্রেসক্লাবের নব-নিবার্চিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারন সম্পাদক রফিক উল আলম। প্রেসক্লাবের সার্বিক সুবিধা-অসুবিধা তুলে ধরেন উপদেষ্ঠা তুহিন অরন্য।
মেহেরপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আলামিন হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর , অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মইনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম রেজাউল করিম প্রমূখ।
এসময় সেখানে প্রেসক্লাবের নব-নিবার্চিত কমিটির সদস্যরাসহ জেলা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।