বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত দুটি ভোট কেন্দ্রে সুষ্ট পরিবেশের জন্য বিএনপির সাংবাদ সম্মেলন

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্থগিত দুটি ভোট কেন্দ্রে সুষ্ট পরিবেশে পুনরায় ভোট গ্রহণ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল রবিবার দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের পক্ষে বক্তব্য তুলে ধরেন জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুন।
লিখিত বক্তব্যে মাসুদ অরুন সাত দফা দাবি তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দ ও জেলার কমর্রত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, গেল ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট ছিনিয়ে নিয়ে তাতে সিল মেরে বাক্সে ঢোকানের অভিযোগ মেহেরপুর উচ্চ বালক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার। বাকি ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রার্থীর চেয়ে ১হাজার ৩৬৮ ভোটে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।

Similar Articles

Advertismentspot_img

Most Popular