মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহর পরিস্কার রাখার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ

0
21

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরকারি অফিস জেলা জজ আদালত এলাকায় ৮টি ডাস্টবিন প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গনে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে জেলা জজ আদালতের নাজির ওমর ফারুকের হাতে ওই ডাস্টবিন তুলে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌর সচিব মোঃ তফিকুল আলম, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, ওয়ার্ড কাউন্সিলর আবু আব্দুল্লাহ বাপ্পি, পৌর কর্মচারি ইউনিয়নের সভাপতি শফিউদ্দিনসহ পৌর কর্মকর্তা-কর্মচারিগন প্রমুখ।