মেহেরপুর প্রতিনিধি: “ আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা) এর উদ্যোগে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থীদের সম্মানণা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির আহবায়ক আক্তারুজ্জামান হিরা। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, জনতা ব্যাংকের প্রতিনিধি হুমায়ন কবির প্রমূখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যাপন কমিটির যুগ্ম-আহবায়ক মো: আক্তারুজ্জামান, সদস্য সচিব মশিউর রহমান, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচিত কাউন্সিলর জারাফাত ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় মেসডার সাবেক সভাপতি মুকুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেসডার সাবেক সহ-সভাপতি এহসান মজিদ মোস্তাফা, ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী নুসরাত জাহান ঐশী ।
৩৬তম বিসিএস-এ সুপারিশ প্রাপ্ত ১৫ জন , বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষক এবং এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত ২৮৬ জন কৃতি শিক্ষার্থীদের সম্মানণা প্রদান করা হয়।
স্পন্সর করেন জনতা ব্যাংক লিঃ এবং রুপালী ব্যাংক লিঃ ।
সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ডা: জুয়েল রানা,
অনুষ্ঠানের মুল সমন্বয়ক সুমনরে সাথে সহযোগীতা করেন ডা: মানস ভাস্কর, ঢাকা বিশ্ববিদ্যাল থেকে টগর, রাসেল রানা, রাকিব হুসাইন, আমিন থান্দার. ঝুন্টু, জবির মেসডার সদস্য ইয়াসির আরাফাত, রকিবুল মাহফুজ, বিইউবিটির থেকে আবু সাঈদ , জনি, ইডেন কলেজের থেকে শাপলা, রাবির থেকে মকবুল , সের-ই-আশরাফ , ইমন , আরিফুল, রাম প্রশাদ, মামুন, জবিপ্রবি থেকে রজব, বিসিএমসি থেকে আসিফ, মেহেরপুর কলেজে থেকে পিউ, জুই , তালেব, মুজিবনগর থেকে মিজান, বিএএফ শাহিন কলেজ থেকে আতিকসহ মেসডার কর্মবৃন্দ।