মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী শাকিল (২১) নামের এক ব্যাক্তিকে ২৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। গতকার সোমবার রাত ৮টার সময় জেলা গোয়েন্দা পলিশের এসআই মেসবাহুর দারাইনের নেতৃত্বে শহরের বাসস্ট্যান্ড এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন মুজিবনগর উপজেলার শিবপুর মাঠপাড়ার গ্রামের রহমান শেখের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন জানান, শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুমন ফার্মেসীর সামনে তাকে আটক করা হয়। পবে তাকে তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। এসময় এএসআই নিজাম উদ্দিন, মাহাতাব উদ্দিন, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।