বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুর গোয়েন্দা পুলিশের অভিযানে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৪৩) নামের এক ব্যাক্তিকে ৪০০ গ্রাম গাজাসহ আটক করা হয়েছে। গতকার শুক্রবার রাত ৯ টার সময় জেলা গোয়েন্দা পলিশের এসআই মেসবাহুর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মিলপাড়ার আবুল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন জানান, সদর উপজেলার কুলবাড়িয়া বাজার হতে চাদপুর ব্রীজের উপর দিয়ে গাজা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পবে তাকে তল্লাশি করে ৪০০ গ্রাম পলিথিনে মোড়ানো গাজা উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। এসময় এএসআই নিজাম উদ্দিন, মাহাতাব উদ্দিন, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular