রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মেহেরপুর গাংনীর আলোচিত বড় ভাই হত্যা মামলার রায় ছোট ভায়ের আমৃত্যুসহ স্ত্রী-ছেলের যাবজ্জীবন!

নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের গিয়াস উদ্দীন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত গিয়াসের উদ্দিনের ছোট ভাই সৈয়ফতুল্লাহকে (৬২) আমৃত্যু সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, সৈয়ফতুল্লাহর স্ত্রী মর্জিনা খাতুন (৫২) এবং ছেলে এহসানুল হক বাবুকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজি রহমান ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত সৈয়ফতুল্লাহ একই গ্রামের তারাচাঁদ মন্ডলের ছেলে, এহসানুল হক বাবু সাজাপ্রাপ্ত সৈয়ফতুল্লাহর ছেলে এবং মর্জিনা সৈয়ফতুল্লাহর স্ত্রী। মামলার বিবরনে জানা গেছে, বাঁশঝাড়ের বাঁশকাটা ও পারিবারিক কলহের জের ধরে ২০১০ সালের ৮ এপ্রিল বড়ভাই সৈয়ফতুল্লাহর সাথে ছোট ভাই গিয়াস উদ্দীনের সাথে মারামারি হলে গিয়াস উদ্দীনকে সাবল দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গিয়াস উদ্দীনের স্ত্রী রাহেলা খাতুন ৯ এপ্রিল বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং গাংনী থানা ১০। জি আর কেস নং ১৫৮/১০, সেশন কেস নং ২৩/১১ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্যশীট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষ্য প্রদান করেন। এতে মামলার আসামী ৩ জন দোষী প্রমাণিত হওয়ায় আদালত ওই রায় দেন। এ মামলার রাষ্ট্রপক্ষে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে এ্যাড. খন্দকার একরামুল হক হীরা আইনজীবী দায়িত্ব পালন করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular