মোটরসাইকেল আরোহী বোরহানের করুণ মৃত্যু
নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন বাসযাত্রী। নিহত ওই ব্যক্তি হলেন-গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের রেজাউল হকের ছেলে এবং বামন্দী শহরের বোরহান সু-ষ্টোরের স্বত্ত্বাধিকারী। আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের চাঁদ আলীর ছেলে বাস চালক রঞ্জু। এছাড়াও অন্য আহতরা হলো- চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের মধ্যে বাস চালক রঞ্জু, বাসযাত্রী নপুর, উষা, লতিফা ও শহিদাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বোরহান একটি মোটরসাইকেলযোগে ভবানীপুর থেকে বামন্দী শহরের দিকে আসছিলেন। সে রামনগর বাজার মোড়ের নিকট পৌঁছালে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় বোরহান পুনরায় মোটরসাইকেল চালিয়ে বামন্দী শহরের বাড়িতে আসেন। এ সময় সে বমি করতে থাকলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানেও সে অসুস্থ হয়ে পড়লে, তাকে উন্নত চিকিৎসা দেয়ার লক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে মধ্যে মারা যান।
নিহত বোরহান উদ্দীনের নিকট আত্মীয়রা জানান, বোরহান মোটরসাইকেল চালানোর সময় স্টোক করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যাওয়ায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেই সে বমি করতে থাকে, পরে মারা যায়।
অপরদিকে, মঙ্গলবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার গাঁড়াডোব বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে একটি বাস থেকে যাত্রী থামছিল। এ সময় কুষ্টিয়ার দিক থেকে মেহেরপুরের মুজিবনগরগামী একটি পিকনিকের যাত্রীবাহী বাস ওই বাসটিকে ধাক্কা দেয়। এ সময় দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ ১০ জন আহত হয়।