বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মেহেরপুর গাংনিতে নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজের একদিন পর চুয়াডাঙ্গা থেকে লাশ উদ্ধার

মুরাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: মেহেরপুর গাংনিতে নদীতে ডুবে নিখোঁজের একদিন পর স্কুলছাত্র তৌফিক আহম্মেদের লাশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নিলমনিগঞ্জ কান্তপুর ব্রিজের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ লাশ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়েছে।

নিহত তৌফিক আহম্মেদ মেহেরপুর জেলার গাংনি উপজেলার ষোলটাকা ইউনিয়ানের আমতৈল গ্রামের মকলেছুর রহমানের শিশুপুত্র ও স্থানীয় কিন্ডার গার্ডেন স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।

তৌফিকের চাচাতো ভাই আব্দুল আহদ জানান, গত বুধবার দুুপুরে সে বাড়ি থেকে বাইরে যায়। দীর্ঘ সময় পার হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে নদীর পাড়ে তৌফিকের স্যান্ডেল পড়ে থাকতে দেখে।
স্থানীয়রা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে বিষয়টি জানায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে খোঁজাখুজি করে লাশ উদ্ধার করতে পারেনি।
বৃহস্পুতবার সকালে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও খুলনার ফায়ার সার্ভিসের ১২ সদস্যের ডুবুরি দল নদীতে দুই ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে আলমডাঙ্গার কান্তপুর ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট নদীতে তল্লাশী করে শিশুর লাশটি উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর জানান, লাশটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। একটি মামলা হবে ও লাশের সুরতহল রিপোট তৈরি পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দেওয়া হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular