নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বকুল ইসলাম (৩০) নামের এক আসামির (হাজতি) মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাজতি বকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তাঁর হাজতি নম্বর ১২৯৮/১৯। তিনি পারিবারিক মামলায় হাজতবাস করছিলেন। মেহেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার শরিফুল আলম জানান, ২০ সেপ্টেম্বর একটি পারিবারিক মামলায় বকুল ইসলামকে হাজতে পাঠান আদালত। গতকাল রোববার নাস্তা খাওয়ার পর তিনি সকাল সোয়া নয়টার দিকে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, হাজতি বকুল ইসলামের মৃত্যুর বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট ও হাজতির পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে বিকেলের দিকে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অঞ্জন দত্ত জানান, হাজতি বকুল ইসলাম হৃদ্রোগে মারা গেছেন।