বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুর কাঠালপোতা গ্রামে যুবলীগের কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা

মেহেরপুর প্রতিনিধঃ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র,শোষনমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, ধর্ম নিরপেক্ষতাসহ চার মুলনীতিকে সামনে রেখে বাংলাদেশ ও আত্মনিভর্রশীল  অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নে কাঠালপোতা গ্রামে যুবলীগের কমিটি গঠনের প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার বার বিকেলে কাঠালপোতা গ্রামে প্লাটর্ফোম চত্তরে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লব।
পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাহিদ মিয়া, যুগ্ম সম্পাদক শফিউল আযম, যুবলীগ নেতা নাজমুল শাকিব, আঃ জাব্বার খান প্রমূখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের  সভাপতি আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা আঃ খালেক, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাজান আলী, যুবলীগ নেতা মশিউর রহমান মিল্টন, কাউছার আলী, আনিছুর রহমান, জুয়েল রানা, বাহার আলীসহ ইউনিয়নের সকল যুবলীগের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন ,দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী যুবকদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলাই যুবলীগের উদ্দেশ্য।

Similar Articles

Advertismentspot_img

Most Popular