নিউজ ডেস্ক:মেহেরপুরের পাটকেলপোতায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের আকছেদ আলীর ছেলে গিয়াস উদ্দিন (৫০) ও আলমসাধুর যাত্রী মেহেরপুর সদরের বর্শিবাড়িয়া গ্রামের আবু তালেবের ছেলে আমিনুল ইসলাম (৫০)।
এদিকে গতরাতেই গিয়াস উদ্দিনকে চুয়াডাঙ্গা সনো সেন্টারে এনে ভর্তি করা হয় এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর আগে আহত গিয়াস উদ্দিনকে দেখতে সনো সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের দলীয় মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ।
জানা যায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৬২১৯) বরিশাল যাচ্ছিল। পথের মধ্যে বিকেল পাঁচটার দিকে মিনি ট্রাকটি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাটকেলপোতা আমিন ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত থেকে ছেড়ে আসা একটি আলমসাধু ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় দুজন আহত হন।
এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সংবাদ পেয়ে বারাদী পুলিশ ফাঁড়ির উপপরির্দশক (এসআই) আব্বাস আলী ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।