রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

মেহেরপুরে ৭১টি হারানো মোবাইল ফোন উদ্ধার

মেহেরপুর জেলায় বিভিন্ন সময় হারানো, চুরি ও ছিনতাই হওয়া ৭১ টি মোবাইল উদ্ধার করে ভোক্তভোগীদের হাতে তুলে দিলেন পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্ষালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে মোবাইল গুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।

জেলার সদর থানা, গাংনী থানা এবং মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল সংক্রান্তে ভুক্তভোগীদের জিডির বিপরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সেপ্টম্বর মাসে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে ৭১টি মোবাইল উদ্ধার করে। উদ্ধার হওয়া মোবাইল সদর থানার ১৭টি, গাংনী থানার ৩১ টি এবং মুজিবনগর থানার ২৩ টি সহ সর্বমোট ৭১টি এনড্রয়েড ও বাটন মোবাইল উদ্ধার করা হয়। এ সময় ভুক্তভোগীগণ তাদের হারানো মোবাইল ফোন পেয়ে আবেগাপ্লুত হতে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, মেহেরপুর জেলায় মোবাইল হারানো জিডি হলে ভুক্তভোগীদের তদবীর বা যোগাযোগ ব্যতিরেকে স্বতঃপ্রণোদিতভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যগণ এ উদ্ধার কাজ করে থাকেন। হারানো, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফিরে পাওয়া যায় না এমন ধারনা থেকে বের হয়ে এসে পুলিশের সহযোগিতা নেওয়ার আহবান জানান তিনি। প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম সহ পুলিশের বিভিন্ন শাখার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular