বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মেহেরপুরে ১৭৯ জন চালকের বিরুদ্ধে মামলা

মাসুদ রানা, মেহেরপুর ॥ মেহেরপুরে ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন- এই স্লোগাকে সামনে রেখে জেলায় ট্রাফিক পুলিশের উদ্যোগে ও বিভিন্ন কলেজের ২২ রোভার-স্কাউটের সদস্যদের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হচ্ছে। চলমান তিন দিনে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৭৩ টি মোটর সাইকেল, ৫টি ট্রাক, ১টি পিকআপ ভ্যানের চালকের নামে মামলা এবং ১৮টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
এর মধ্যে মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযানে ৬৬ জন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগে গত দুইদিনে ১০৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযান চলাকালে স্কাউটের সদস্য মুনিম হোসেন জানায়, ট্রাফিক সপ্তাহে আমরা মোটর সাইকেল চালক ও ট্রাক চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেসবিহীন গাড়ি, ইন্সূরেন্স কাগজপত্র যাচাই করা জন্য ট্রাফিক পুলিশের সহায়ক হিসাবে কাজ করছি।

ট্রাফিক পুলিশের টি.আই-১ ইসমাইল হোসেন জানান, সড়ক দূর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সরকারের মূল উদ্দেশ্য । ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের মামলা দেওয়ার পাশাপাশি সচেতনামূলক ও দুর্ঘটনারোধে সতর্ক করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। ট্রাফিক সপ্তাহে গাড়ির চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করেছেন সরকার। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পথচারী, যানবাহন চালকসহ সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলতে ও সচেতন থাকার অনুরোধ জানান তিনি।
এসময় ট্রাফিক পুলিশের ট্রাফিক পুলিশের টি.আই-২ মুসতবা, টি.আই-৩ মনির হোসেন, সার্জেন নাজমুল হাসান, টিপু সুলতান, এটিএসআই মামুনসহ বিভিন্ন কলেজের রোভার সদস্যরা এ অভিযানে উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular